Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডিএইচএল এক্সপ্রেস

কড়া মার্কিন শুল্কনীতির কারণে এবার যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডেলিভারি জায়ান্ট ডিএইচএল এক্সপ্রেস। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ৮০০ ডলার (৬০৩ পাউন্ড) মূল্যের বেশি সকল ভোক্তা পণ্য পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএইচএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত আগাম আরেকটি ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পণ্য আদান-প্রদান অব্যাহত থাকলেও সেগুলোতেও বিলম্বের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ডিএইচএল।

গত কয়েক সপ্তাহে ট্রাম্প সরকারের কঠোর শুল্ক নীতি ও কাস্টমস চেকিং প্রক্রিয়া জোরদার হওয়ায় আমদানিকৃত পণ্যের মূল্য সীমা কমিয়ে আনা হয়েছে। এর আগে, ২ হাজার ৫শ’ ডলার পর্যন্ত মূল্যের পণ্য ন্যূনতম কাগজপত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলেও এখন সেই সুবিধা সীমিত করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক ই-কমার্স ও ছোট ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে সরাসরি পণ্য রফতানি করেন।

/এআই

Exit mobile version