Site icon Jamuna Television

উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: সচিবালয়ে এইচ টি ইমাম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, নির্বাচনে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

দুপুরে সচিবালয়ে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সমিতি ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান।

এইচ টি ইমাম বলেন, দেশের যে কোন ক্রান্তিলগ্নে, সংগ্রাম লড়াইয়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয় ছিল। তারা পাশে ছিল বলেই সংকট থেকে উত্তরণ সহজ হয়েছে। আগামীতেও কর্মচারীরা সঠিক নেতৃত্ব বেছে নেবে।

বঙ্গবন্ধু সচিবালয় কর্মচারীদের নানাভাবে সহায়তা করেছেন বলেও জানান এইচ টি ইমাম। পরে বৈঠক থেকে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাওয়া হয়।

Exit mobile version