প্রতিবেশীসহ সবার সঙ্গে সুসম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল। তিনি বলেছেন, আর কোনো ধরনের ষড়যন্ত্র কাম্য নয়।
নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তির পর আজ সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনটি।
এসময় দলটির নেতারা জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করার পরেও ফ্যাসিবাদী শাসনামলে দলটিকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে।
এর আগে, ২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিল বিএমজেপি। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পায়নি সংগঠনটি। এরপর গত ৯ এপ্রিল উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিএমজেপিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলের প্রতীক বরাদ্দ করা হয় ‘রকেট’।
সংবাদ সম্মেলনে বিএমজেপির সভাপতি জানান, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয়ে ধর্মীয়-জাতিগত নির্যাতনের ঘটনা ঘটেছে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি ও সমতলের আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব দিলীপ দাস, যুগ্ম মহাসচিব ডা. ফয়জুর রহমান, নির্বাহী সদস্য তারেক চন্দ্র রায় প্রমুখ।
/এএম
Leave a reply