Site icon Jamuna Television

রাজস্ব ব্যবস্থা থেকে প্রণোদনা বাদ দেয়ার আহ্বান সিপিডির

রাজস্ব ব্যবস্থা থেকে সব ধরনের প্রণোদনা বাদ দেয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, এটিকে এতদিন রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট খাতের জন্যে ঢালাওভাবে প্রণোদনা দেয়ার আর সুযোগ নেই।

সোমবার (২১ এপ্রিল) সকালে সংস্থাটি রাজধানীতে করপোরেট ইনকাম ট্যাক্স বিষয়ে ব্রিফিং করে। তাতে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম কর ন্যাযতা নিশ্চিত করার আহ্বান জানান।

ভ্যাট ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেছেন, সার্বিক রাজস্ব আদায়ে করপোরেট ট্যাক্সের অবদান বাড়ছে। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশে।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, কর ছাড় নিয়ে বিভিন্ন খাতের দাবি-দাওয়ার কারণে সার্বিক রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ে। আর চাপে পড়ে এনবিআর। জিডিপির প্রবৃদ্ধির গতি কম থাকা অবস্থায় রাজস্ব খাতে সংস্কার হলে বৈষম্য কমাতে সহায়তা করে।

সিপিডি মনে করে, কর-জিডিপির অনুপাত অন্তত ১৫ শতাংশ হওয়া উচিত।

/এমএন

Exit mobile version