Site icon Jamuna Television

ডিসি নিয়োগ ও বই ছাপানোয় অনিয়মের অভিযোগ: এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়।

গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো জাচ্ছে যে, গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্ৰদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির শোকজ নোটিশ

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্বপর্যন্ত গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে অব্যাহতি প্রদানের কথাও বলা হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গাজী সালাউদ্দিন তানভীরকে নিয়ে দৈনিকটি ছাড়াও আরও বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে।

/এমএন

Exit mobile version