কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের

|

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, কুয়েট ভিসি হামলাকারীদের পক্ষ নেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো তদন্ত ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা করা হয়েছে—এমন অভিযোগও তোলেন তারা। এসব মামলা প্রত্যাহারের দাবি জানান প্রতিবাদকারী ঢাবি শিক্ষার্থীরা। পরে, কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ করেন তারা।

অন্যদিকে, কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের শিক্ষার্থীরা।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply