Site icon Jamuna Television

বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি রাশিয়াকে বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট জবাব দিতে বলেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইউক্রেন ইতোমধ্যে বেসামরিক স্থাপনায় আঘাত না করার প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমরা মস্কোর কাছ থেকে একই রকম স্পষ্ট প্রতিশ্রুতির অপেক্ষায় আছি’।

জেলেনস্কি আরও বলেন, মস্কোকে মিসাইল ও দূরপাল্লার ড্রোন হামলা বন্ধ করতে হবে। নাহলে এই যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, এই মুহূর্তে একটি বাস্তব ও স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজন। প্যারিস ও লন্ডনে আসন্ন বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা নিঃশর্ত যুদ্ধবিরতি নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন বলেও তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার হিংসা বন্ধ করার দায়িত্ব তাদেরই। রাশিয়া যদি নীরব থাকে তাহলে এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে’।

/এআই

Exit mobile version