Site icon Jamuna Television

ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আগামী পহেলা রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে শ্রমজীবি মানুষ খুব শান্তিতে নেই, তাদের নূন্যতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।

এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সাথে একমত বিএনপি। তবে নূন্যতম মজুরিসহ কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।

/এমএন

Exit mobile version