Site icon Jamuna Television

ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন– যুবলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৬), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল হোসেন রকি (১৯), হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী (৬৩), বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া (৬০), উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস (৫০), উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শিপন সরকার (৩৩), ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু হানিফ (৪৫), কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (৫১), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক তাওহিদুল ইসলাম (২৯) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিন শিকদার (৩০)।

তালেবুর রহমান বলেন, ২১ এপ্রিল রাত ৮টার দিকে সূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেন তোফায়েলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই সময়ে কাফরুল থানা এলাকা থেকে ফয়সাল হোসেন রকিকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মতিঝিল থানা এলাকা থেকে হেলাল উদ্দিন মিয়াজীকে গ্ৰেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি টিম এবং রাত ৯টার দিকে বংশাল থানা এলাকা থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। এছাড়া, রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান এলাকা থেকে জয়দেব চন্দ্র দাসকে এবং রাত ১০টার দিকে শিপন সরকারকে ডিবি-উত্তরা বিভাগের পৃথক টিম গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ২১ এপ্রিল রাত ৯টার দিকে রাজধানীর ভাষানটেক থানা এলাকা থেকে আবু হানিফকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম এবং রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের টিম। অন্যদিকে, ২১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে তাওহিদুল ইসলামকে এবং রাত ১১টা ৫৫ মিনিটের দিকে কাজলা ব্রিজ এলাকা থেকে রবিন শিকদারকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

তালেবুর রহমান বলেন, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন থানায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

/এএম

Exit mobile version