Site icon Jamuna Television

মায়োর্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লা লিগায় মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গিয়েছে বার্সেলোনা। পাঁচ ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদকে সাত পয়েন্ট পেছনে ফেললো কাতালানরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচ ডে’তে মূল একাদশে সাত পরিবর্তন নিয়ে অলিম্পিক স্টেডিয়ামে নামে বার্সেলোনা। ফর্মে থাকা রাফিনিয়া-লেভানডোভস্কিদের বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হয় আনসু ফাতি, গাভি ও দানি ওলমোকে। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে বার্সা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। মোট ২৪টি শট নিয়েও গোলবঞ্চিত ক্লাবটি। তাই অপ্রত্যাশিতভাবে গোলশূন্য স্কোরে বিরতিতে যায় তারা।

বিরতির পর প্রথম মিনিটে ওলমোর দারুণ গোল। বক্সের মধ্যে জটলার ভেতর থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি।

এরপর ৭৯ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লামিনে ইয়ামালে। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ৩৩ ম্যাচে বার্সা পেয়েছে ৭৬ পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৯। আগামী ১১ মে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

/এআই

Exit mobile version