চাঁদপুরে সিএনজি ট্রাকের সংঘর্ষ, নিহত ১

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় সদর উপজেলার ঘোষের হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ঘোষের হাট এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, মহামায়া বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ঘোষের হাট কুমারডুগী এলাকায় রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা লাগে। গাড়িতে থাকা একজন যাত্রী মাথায় গুরুতর আঘাত লাগার কারণে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা আহত রোগীদের চাঁদপুর সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিএনজিতে থাকা আহতরা হলেন সদর উপজেলার শাহতলী এলাকার বাসিন্দা শরীফ (৩৩), রফিকুল (৬৭) ও আবুল কালাম মিজি (৫০)।

দুর্ঘটনায় বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া সিএনজি ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply