Site icon Jamuna Television

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট দিয়ে মুছে ফেললো ইসরায়েল

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েও মুছে ফেলেছে ইসরায়েল। এক্স হ্যান্ডলে শোকবার্তা পোস্ট করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে নেয়া হয়।

তেলআবিবের গণমাধ্যম বলছে, বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসকেও পোপের মৃত্যুতে দেয়া পোস্ট মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, ভ্যাটিকানের দূতাবাসগুলোর শোক বইয়ে স্বাক্ষর না করতে বলা হয়েছে।

গাজায় যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিলেন পোপ। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান তার মৃত্যুতে শোক জানিয়েছেন। কিন্তু নিশ্চুপ বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস গত সোমবার (২১ এপ্রিল) মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

আগামী শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যোগ দেবেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

/এমএন

Exit mobile version