
সিলেট টেস্টে বৃষ্টির বাধায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। তবে দিনের শুরুতেই শান্ত উইকেট বিলিয়ে দিয়েছেন। স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২১৮ রান।
আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিং করতে নেমে, শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই, ৬০ রান করা শান্ত মুজারাবানির পেসে কাটা পড়েন। এরপর জাকের আলির সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মিরাজও বেশিক্ষণ স্থায়ী হননি। মাত্র ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকারে পরিণত হয়ে কাটা পড়েন এই অলরাউন্ডার। ২১০ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। পরে তাইজুলের উইকেট হারালে ৭ উইকেটে ২১৮ রান করে স্বাগতিকরা।
এর আগে, তৃতীয় দিনে মাহমুদুল হাসানের ৩৩, মুমিনুল হকের ৪৭ আর অধিনায়ক শান্তর ফিফটিতে ১১২ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল ২৭৩।
/এসআইএন
 
				
				
				
 
				
				
			


Leave a reply