Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরলেন মোদি

পেহেলগাম, জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে দেশে ফিরে এসেছেন। তিনি গতকাল মঙ্গলবার দুই দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন।

দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদি একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

তার আগে ভারতশাসিত পহেলগামের ওপর করা ওই হামলাকে তিনি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। এই হামলার জন্য যারা দায়ী, তাদেরকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে নরেন্দ্র মোদির এই বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মিরে পৌঁছেছেন।

/এমএন

Exit mobile version