ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভয়াবহ হামলার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছেন।
এদিকে, সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি।
এ হামলার ঘটনায় মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে শ্রীনগরে কাশ্মিরের মুখ্যমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গতকাল মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী। পাহাড়ি এলাকা বৈসারনে এলোপাতাড়ি গুলিতে নিহত হন ২৬ জন। এদের মধ্যে নৌবাহিনীর ও গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ও নেপালের দুই নাগরিকও রয়েছেন।
হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এটি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন বলে অভিযোগ রয়েছে।
/এমএন
Leave a reply