Site icon Jamuna Television

বিকেলের মধ্যে কুয়েট ভিসির পদত্যাদের দাবি বাগছাস নেতাদের

বিকেলের মধ্যে সরকারি হস্তক্ষেপে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতারা।

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনের পর আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এমন দাবি জানান তারা।

দলটির নেতারা বলেন, কুয়েট শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনা আমলের আচরন করা হচ্ছে। ৪৮ ঘণ্টা পার হলেও কুয়েট প্রশাসনের পক্ষ থেকে আমরণ অনশন করা শিক্ষার্থীদের কোনও সহয়তা করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও কোনও পদক্ষেপ নেয় হচ্ছে না।

বর্তমান সরকার কুয়েট পরিস্থিতি সামাল দিতে ব্যার্থ এমন মন্তব্য করে তারা বলেন, কুয়েট ইস্যুতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

/এমএইচ

Exit mobile version