Site icon Jamuna Television

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তুরস্কে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। তবে তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়।

/এটিএম

Exit mobile version