Site icon Jamuna Television

পটুয়াখালী চেম্বার অব কমার্সের নৌকায় সমর্থন

পটুয়াখালী-১ আসনে নৌকার প্রার্থী মোঃ শাহজাহান মিয়ার প্র‌তি পূর্নাঙ্গ সমর্থন জা‌নিয়েছে পটুয়াখালী চেম্বার অব কমার্স।  আজ বেলা ১১টায় চেম্বার ভবনে  সংবাদ স‌ম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গণসং‌যোগ করে চেম্বারের নেতারা।

চেম্বার সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন আহমেদ এর সভাপ‌তিত্বে সংবাদ সম্মেলনে চেম্বারের প‌রিচালকসহ পটুয়াখালী প্রেসক্লাবের সভাপ‌তি স্বপন ব্যানা‌র্জিসহ বি‌ভিন্ন মি‌ডিয়ার সদস্যরা উপ‌স্থিত ছিলেন।

সম্মেলনে চেম্বার সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন আহমেদ বলেন, নৌকা মার্কা বিজয়ী হলে দেশের ব্যবসা বা‌ণিজ্যসহ সকল ক্ষেত্রে লাভবান হবে বাংলাদেশ। পটুয়াখালী জেলার চার‌টি আসনের নৌকার প্রার্থীকে সমর্থনও জা‌নান তি‌নি। পরে চেম্বার নেতৃবৃন্দ শহ‌রের বি‌ভিন্ন এলাকায় নৌকার লিফ‌লেট বিতরণ ক‌রে গনসং‌যোগ করেন।

Exit mobile version