Site icon Jamuna Television

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামি আন্দোলন ও গণঅধিকার

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার একই দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরও।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবির কথা জানান নেতারা।

রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে হতে হবে। আর জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়াদি বাতিল করতে হবে বলেও দাবি করেন তিনি।

এসময় গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূর বলেন, গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বলেও দাবি তোলেন নুরুল হক নূর।

/এমএইচ

Exit mobile version