Site icon Jamuna Television

সিলেটে একাধিক টেস্ট খেলা একমাত্র অপরাজিত দল জিম্বাবুয়ে

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ পর্যন্ত টেস্ট ম্যাচ গড়িয়েছে ৪টি। সফরকারী দেশ হিসেবে সর্বাধিক দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। ভেন্যুর অভিষেক ম্যাচসহ সবশেষ টেস্টে জয় পেয়েছে রোডেশিয়ানরা। তাই সিলেটে একাধিক টেস্ট ম্যাচ খেলে একমাত্র অপরাজিত দল এখন তারাই।

২০১৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে, যা ছিল সিলেটে অনুষ্ঠিত প্রথম কোনো টেস্ট। এরপর বেশ কয়েকবার দেখা হলেও নিজেদের সেরাটা দিতে পারেনি উইলিয়ামসরা। অবশেষে, ২ হাজার ৩৬৩ দিন পর সাদা পোশাকে টাইগার বধ করলো তারা।

জিম্বাবুয়ে ব্যতীত সফরকারী দেশ হিসেবে সিলেটে টেস্ট খেলেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। লঙ্কান বধ না করতে পারলেও, কিউইদের এই ভেন্যুতে হারিয়েছিল বাংলাদেশ।

উল্লেখ্য, ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পরের বছর বাংলাদেশ দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পায় জিম্বাবুয়েকে। হোম-অ্যাওয়ে মিলিয়ে আফ্রিকার দেশটির বিপক্ষে টাইগাররা খেলেছে ১৯ টেস্ট। এই ম্যাচের পর দু’দলের জয়ের পাল্লা সমান। বাংলাদেশ জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ের জয়ও ৮ টেস্টে। ড্র হয়েছে ৩টি টেস্ট।

/এমএইচআর

Exit mobile version