কুয়েটের ভিসি অপসারণের খবরে ঢাবিতে আনন্দ মিছিল

|

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অপসারণের খবরে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঢাবি ক্যাম্পাস এলাকায় আনন্দ মিছিল করে তারা।

‎এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকেই অনুভূতি ব্যক্ত করেন। সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়,কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা কুয়েটের পাশে দাঁড়িয়েছিল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মিছিলরত শিক্ষার্থীরা বলেন, ভিসিকে অব্যাহতি দেয়ার মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত হচ্ছে কুয়েট ক্যাম্পাস।

এর আগে, রাত ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তখন ভিসির পদত্যাগের দাবি জানান। ঘোষণা দেন কঠোর কর্মসূচি গ্রহণের। পরে মধ্যরাতে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, কুয়েট উপাচার্যকে অপসারণের কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা রূপ নেয় উপাচার্য অপসারণের এক দফা দাবিতে। আগামী ৪ মে থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply