রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ার এলাকায় নকশা বহির্ভূত ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয় এই অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন।
এ পর্যন্ত দুইটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময়ে নকশা বহির্ভূত বহুতল ভবনের আংশিক অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সেই সঙ্গে, অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে, সেই বার্তা দিয়ে সতর্ক করা হচ্ছে। নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেন না পারে, তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করতে পারবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণকারীদের জরিমানার পরিমাণ বাড়ানোর কথাও জানান তারা।
/এএম
Leave a reply