Site icon Jamuna Television

রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে গ্রেফতার ১১

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।

গ্রেফতাররা হলেন- বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), একই ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও তাহেরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের দফতর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন রাত ১২টা ৫ মিনিটে উত্তরা-১৪ নম্বর সেক্টর থেকে মো. বাবুলকে, ২টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে এবং ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া থেকে রেজাউল করিম রানা গ্রেফতার হন।

ডিবি আরও জানায়, তেজগাঁও বিভাগের ডিবি বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে ভাষানটেক এলাকা থেকে কামাল হোসেন শেখকে গ্রেফতার করে। একইদিন বংশাল থেকে আসাদুল্লাহ শিপলু ও মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় লালবাগ থেকে মো. রুহুল আমীন, রাত ১১টা ৩০ মিনিটে মতিঝিল থেকে হাবিবুর রহমান হাবিব ও একই সময় বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবির সংশ্লিষ্ট বিভাগ।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএইচ

Exit mobile version