Site icon Jamuna Television

মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকার গলিতে অবৈধভাবে নির্মিত পকেট গেটগুলো উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বাড়ির মালিক সমিতির অবৈধভাবে বানানো এসব গেট উচ্ছেদ করা হয়। আর এসব গেট প্রায় বন্ধ রাখা হয়। এতে আবাসিক এলাকায় থাকা ভাড়াটিয়ারা রাতে বাসাবাড়িতে ঢোকার সময় সমস্যায় পড়তেন। তাই পকেট গেটগুলো ভাঙ্গার উদ্যোগকে স্বাগত জানিয়েছন ভাড়াটিয়ারা। তবে বাড়ির মালিকরা ক্ষোভ জানিয়ে বলেন, চুরি-ডাকাতি-ছিনতাই রোধে পকেট গেট দেয়া হয়েছিলো।

এদিকে ডিএনসিসি থেকে বলা হয়েছে, গলির গেটগুলো অনুমোদনহীন ও অবৈধ। মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এএম

Exit mobile version