মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ২০২৯ ও ২০৩০ সালের মধ্যে বে টার্মিনাল অপারেশনে আসবে

|

২০২৯ সালের মধ্যে মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং ২০৩০ সালের মধ্যে বে টার্মিনাল পুরোপুরি অপারেশনে আসবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ১৩৮তম বন্দর দিবস উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান।

ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা ও বিনিয়োগ বাড়ানো এবং আমদানি-রফতানি বাণিজ্য তরান্বিত করতে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। আগামী জুনে শতভাগ ডিজিটাল হবে বন্দরের কার্যক্রম।

বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে লালদিয়া টার্মিনালও দ্রুত চালু করতে চায় বলেও তিনি জানিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ৯ মাসে ৩ হাজার ৭৪৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানানো হয়। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১০ শতাংশ বেশি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply