Site icon Jamuna Television

কক্সবাজার-মহেশখালী নৌপথে আনুষ্ঠানিকভাবে সি–ট্রাকের যাত্রা শুরু

কক্সবাজার শহর থেকে মহেশখালী নৌ-রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২৫০ জন যাত্রী ধারণক্ষমতার সি–ট্রাক। বৃ

হস্পতিবার (২৪ এপ্রিল) সকালে শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাটে এটির উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসাইন। উদ্বোধনের পর সেখান থেকে সি–ট্রাকে মহেশখালী জেটিঘাট পরিদর্শন যান তিনি।

এর আগে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে সি-ট্রাক। এরপর থেকে ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, সি–ট্রাক দিনে ৩ বার যাওয়া আসা করবে। এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

/এমএইচ

Exit mobile version