Site icon Jamuna Television

মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রম্যমাণ আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় রোগীর ছদ্মবেশে মোট ২২জন দালালকে আটক করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান। তিনি জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব দালালরা।

তিনি আরও জানান, দিনের পর দিন এই অবৈধ কাজ করে তারা করে যাচ্ছিলো আটককৃত দালালরা। আটককৃত ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

/এএস

Exit mobile version