Site icon Jamuna Television

পহেলগাঁও-এ নাশকতার তীব্র নিন্দা পাকিস্তানি সুপারস্টারদের

দ্বন্দ্ব কাটিয়ে প্রতিবারই বরফ গলার ইঙ্গিত মিলেছে। আর প্রতিবারই তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে নাশকতা। ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ফের দেয়াল হয়ে দাঁড়াল কাশ্মিরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলা।

নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে দুই দেশের মধ্যে। সেই পরিস্থিতিতে পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় সরব হলেন পাকিস্তানের সুপারস্টাররা।

মঙ্গলবার পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে জঙ্গিরা। জঙ্গিদের পাকিস্তান সংযোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে।

জানা যাচ্ছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন The Resistance Front-এর সদস্য জঙ্গিরা। সেই নিয়ে গোটা ভারত যখন ফুঁসছে, পাকিস্তানি তারকারাও একে একে মুখ খুলতে শুরু করেছেন। ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হুসেন, ফারহান সাইদরা হামলার তীব্র নিন্দা করেছেন।

সেই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ফাওয়াদ। তিনি লিখেছেন, পহেলগাঁওয়ে নৃশংস হামলার খবরে বেদনাগ্রস্ত। এই ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন যারা, তাদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর তাদের পরিবারকে শক্তি দিন। এই কঠিন সময় পেরিয়ে তারা সেরে উঠুন।

‘মেরে হামসাফর’, ‘মুঝে প্যায়ার হুয়া থা’, ‘কাভি মে কাভি তু’খ্যাত পাকিস্তানের বর্তমান সময়ের হার্টথ্রব হানিয়া আমির সরাসরি পহেলগাঁওয়ের নাম উল্লেখ না করলেও, নাশকতার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি।

হিন্দি ছবি ‘সানাম তেরে কসম’-এর দৌলতে ঘরে ঘরে পরিচিতি মাওরা হুসেনের। তিনি লিখেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই। একজনের বিরুদ্ধেও যদি সন্ত্রাস সংঘটিত হয়, তা প্রত্যেকের বিরুদ্ধে সংঘটিত হওয়ার সমান। এ কী চলছে পৃথিবীতে।

একসময় যার গান মুখে মুখে ফিরত, এখন যিনি টেলিভিশনের হার্টথ্রব, সেই ফারহান সইদও হামলার তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য, পহেলগাঁও হামলার শিকার হয়েছেন যারা, তাদের পরিবারকে গভীর সমবেদনা জানাই।

/এটিএম

Exit mobile version