Site icon Jamuna Television

ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময়, ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ নিয়ে দায়ের মামলার শুনানির দিন নির্ধারিত ছিলো আজ। তাই সমাবেশ ও মিছিল শেষে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা আদালতের সামনে অবস্থান নেন। শুনানি হওয়ার কথা থাকলেও আজ শুনানি হয়নি। আগামী ৫ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

/এএস

Exit mobile version