পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে টিকাকর্মীদের নিরাপত্তা প্রদানকারী ২ কর্মী। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বুধবার (২৩ এপ্রিল) মাস্তুং জেলার তিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সি।
তিরি এলাকায় পোলিও টিকা দিতে যায় একদল স্বাস্থ্যকর্মী। তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল সেই দুই নিরাপত্তাকর্মী। কর্তৃপক্ষ জানায়, ভ্যাকসিনেশনের মাঝখানে একটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে টিকাকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নিরাপত্তাকর্মীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যায় অপরজন। তবে অক্ষত আছে স্বাস্থ্যকর্মীরা।
টিকাকর্মীদের লক্ষ্য করে পাকিস্তানে হামলার ঘটনা নতুন নয়। জঙ্গী গোষ্ঠীদের ধারণা, পোলিও টিকা দিয়ে পাকিস্তানি নাগরিকদের ওপর নজরদারি ও বন্ধ্যাত্ব তৈরির ষড়যন্ত্র করছে পশ্চিমারা।
/এএম
Leave a reply