Site icon Jamuna Television

কাশ্মির হত্যাকাণ্ডের পর কী আছে ‘আবির গুলাল’র ভাগ্যে?

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ঘিরে সারা ভারতে আক্রোশ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নেটিজনদের একাংশ রাগ উগরে দিচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর। তার ছবি ‘আবির গুলাল’ প্রদর্শন করার বিরুদ্ধে সরব হয়েছে তারা। ফাওয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে দুঃখ প্রকাশ করেছেন।

২০১৬ সালে উড়ি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ২০২৩ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। এরপর ‘আবির গুলাল’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান। এখন তাঁর প্রত্যাবর্তনের ওপর খাঁড়া ঝুলছে। ফাওয়াদের এই ছবি ‘নিষিদ্ধ’ করার জন্য নেট দুনিয়ায় অনেকে আওয়াজ তুলেছেন।

অনেকেই বলছেন, যেকোনো মূল্যে তারা ছবিটি মুক্তি পেতে দেবেন না। অনেকে আবার ফাওয়াদসহ বাকি পাকিস্তানি শিল্পীদের ধাক্কা মেরে দেশ থেকে বের করে দেয়ার কথা বলছেন। এ মাসের শুরুর দিকে ‘আবির গুলাল’ ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল।

‘আবির গুলাল’ ছবিটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, নির্মাতারা ফাওয়াদের এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনারা আগেই ছবিটিকে মহারাষ্ট্রে মুক্তি না করার জন্য হুমকি দিয়েছিলেন। এর আগে ফাওয়াদের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মুক্তির সময়ও বিরোধ প্রদর্শন করা হয়েছিল।

এদিকে পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি আগে ভিসা দেয়া হলেও তা বাতিল করা হয়েছে।

/এটিএম

Exit mobile version