Site icon Jamuna Television

জাহানারা আবেদিনের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

তাজমহল পরিদর্শনে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও তার সহধর্মিণী জাহানারা আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেয়া এক শোকবাণীতে উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যের পেছনে তার সহধর্মিণী জাহানারা আবেদিনের অসাধারণ অবদান ছিলো। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সর্বদা পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন।

উপাচার্য তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাহানারা আবেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। ১৯৭৬ সালে মারা যান জয়নুল আবেদিন। সেই থেকে শিল্পাচার্যের স্মৃতিবিজড়িত বাড়িতেই ছিলেন জাহানারা আবেদিন।

/এএম

Exit mobile version