থাইল্যান্ডে বন্ধ হচ্ছে অনলাইন খাবার ডেলেভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। টানা ১৩ বছর ধরে লোকসানের পর থাইল্যান্ডে সব ধরনের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জার্মান মালিকানাধীন ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ডেলিভারি হিরো’ এক ঘোষণায় জানিয়েছে, তারা থাইল্যান্ডে ফুডপান্ডা নামে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, যা আগামী ২৩ মে থেকে কার্যকর হবে। তীব্র প্রতিযোগিতামূলক থাই খাদ্য সরবরাহ বাজারে দীর্ঘ ও ব্যয়বহুল লড়াইয়ের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে ফুডপান্ডা থাইল্যান্ড। বলা হয়, তারা গত ১৩ বছর ধরে থাইল্যান্ডে গর্বের সঙ্গে সেবা দিয়েছে।
তবে বর্তমান বাজার পরিস্থিতি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলছে না। সেই সঙ্গে তারা তাদের গ্রাহক, রেস্তোরাঁ পার্টনার এবং রাইডারদের ধন্যবাদ জানিয়েছে।
/এআই
Leave a reply