Site icon Jamuna Television

গত ১৫ বছর স্বাধীনভাবে কথা বলতে না পারায় এখন এত আন্দোলন: শিক্ষা উপদেষ্টা

গত ১৫ বছর স্বাধীনভাবে কেউ কোনো কথা বলতে পারেননি, তাই বর্তমানে এত আন্দোলন হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশের সব সমস্যার সমাধানে বিরতিহীন কাজ করে যাচ্ছে। মতিঝিলে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের বিভিন্ন প্রমাণ থাকার পরও কেউ কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ করেন তিনি।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বর্তমান অস্থির সময়ে সহনশীলতার অভাবের বিপরীতে একমাত্র হাতিয়ার হচ্ছে বই। এ সময় প্রকাশনা শিল্প সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version