কিয়েভে রাশিয়ার বড় হামলার পর পুতিন থামতে বললেন ট্রাম্প

|

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। স্থানীয় সময় বুধবার (২৪ এপ্রিল) রাতে এ হামলায় অন্তত ১২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সর্বশেষ এই হামলার পর এক বিরল প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ করে বলেছেন, ‘পুতিন, স্টপ!’

মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি কিয়েভে রাশিয়ার হামলায় সন্তুষ্ট নই। এটি অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে ঘটেছে। পুতিন, থামো! প্রতি সপ্তাহে ৫ হাজার সৈন্য মারা যাচ্ছে। চলো আগে শান্তিচুক্তি সম্পন্ন করি!’

ভয়াবহ এ হামলার পর কিয়েভে ১৩টি স্থানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আগুন জ্বলছে ৪০টি জায়গায়।

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্দ্রিই সিবিহা এক্সে এক বার্তায় বলেন, ‘এই বর্বর হামলাগুলোই প্রমাণ করে যে শান্তির পথে মূল বাধা রাশিয়া, ইউক্রেন নয়’।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply