মলিন রিশাদ, লাহোরের হার

|

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের চতুর্থ ম্যাচে এসে উইকেটশূন্য থাকলেন বাংলাদেশের রিশাদ হোসেন। পেশোয়ার জালমির কাছে তার দল লাহোর কালান্দার্স হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

পিএসএলে নিজের প্রথম তিন ম্যাচে আট উইকেট শিকার করেছিলেন এই লেগস্পিনার। তবে চতুর্থ ম্যাচে রিশাদের হলো ভিন্ন এক অভিজ্ঞতা। বল হাতে উইকেটের ঘর খালি। আবার ব্যাট হাতেও উল্লেখ করার মতো কিছু করেননি। পিএসএলে মলিন একটা দিন গেলো এই ক্রিকেটারের।

এদিন ব্যাট হাতে ১৩ বলে একটি করে ছক্কা ও চারে ১৩ রান করেন রিশাদ হোসেন। টপ অর্ডারের ব্যর্থতায় তার দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৯ রান। জবাবে ২০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় পেশোয়ার জালমি।

বল হাতে ইনিংসের নবম ওভারে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে ৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এরপর দ্বিতীয় ওভারে আরও খরুচে এই টাইগার লেগি। ১১ রান দিয়েও পাননি উইকেটের দেখা। সবমিলিয়ে ২ ওভারে ১৮ রান দেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply