ঢাকা দক্ষিণে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

|

বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ আয়োজন করা হয়।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্যে এ আয়োজনে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় এ আয়োজনে নগরবাসীকে সচেতন করে র‍্যালী বের করা হয়। ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে র‍্যালীটি রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়।

এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তাররোধে এ বছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে মশার ওষুধ ছিটানো হয়। ওষুধের মান ভাল দাবি করে তিনি জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এ বছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করায় সরকারের পদক্ষপে সন্তুষ্টি প্রকাশ করে ধানমন্ডি সোসাইটি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply