Site icon Jamuna Television

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২১টি বিশেষ অঙ্গীকার রাখা হয়েছে ইশতেহারে। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও’য়ে ঘোষিত হচ্ছে ইশতেহার।

এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র-নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা করতে চায় আওয়ামী লীগ। পুলিশ ও প্রশাসনকে গড়ে তুলতে চায় সেবামুখী ও জবাবদিহিমূলক। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায় আওয়ামী লীগ। ফের সরকার গঠন করতে পারলে দক্ষ তারুণ্য ও কর্মসংস্থান সৃষ্টি করতে চায় তারা।

Exit mobile version