ফ্রান্সের একটি স্কুলে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। তবে হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নন্ত শহরের একটি বেসরকারি স্কুলে হয় এ হামলা। সম্প্রচারমাধ্যম বিএফএম টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সি।
স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত শিক্ষার্থী একজন মেয়ে, তবে তার পরিচয় এখনও জানা যায়নি। হামলাকারী ১৫ বছর বয়সী এক কিশোর। কালো পোশাক, হেলমেট ও মুখোশ পরে আক্রমণ করে সে। হামলার পর শিক্ষকরা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
হামলাকারীর কাছে থেকে উদ্ধার করা হয়েছে দুটি ছুরি। পূর্ব দ্বন্দ্বের জেরেই এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
/এএম
Leave a reply