Site icon Jamuna Television

পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার

রাজধানীর পল্লবীর একটি কিশোর গ্যাং গ্রুপ প্রধান আশিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) অভিযানের সময় একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর হাতে তিনি গ্রেফতার হন।

যমুনা টেলিভিশনে এই গ্রুপটি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোর গ্যাং। মিরপুরের পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।

এদিকে ছাদ থেকে লাফ দেওয়ায় আশিকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআইএন

Exit mobile version