Site icon Jamuna Television

ভারতের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান

জম্মু কাশ্মিরে সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। নিয়েছে বেশ কিছু পদক্ষেপ।

কিন্তু ভারতের পদক্ষেপের বিপরীতে ইসলামাবাদও ছেড়ে কথা বলতে নারাজ। পাকিস্তানের পক্ষ থেকেও নেয়া হয়েছে পাল্টা বেশ কিছু পদক্ষেপ। ভারতের অভিযোগের প্রেক্ষিতে নির্ভরযোগ্য প্রমাণ চাওয়া হয়েছে।

হামলার পর পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্দু জলচুক্তি বাতিল করেছে ভারত। এছাড়া কূটনৈতিক সম্পর্কও সীমিত করেছে নয়াদিল্লি।

দিল্লির এ প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদের আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ করেছে। একইসঙ্গে ভারতের সঙ্গে বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও স্থগিত করেছে দেশটি।

পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের তীব্র বিরোধিতা করে প্রত্যাখ্যান করা হয়েছে। এতে বলা হয়েছে, পানি বন্ধ কিংবা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা যুদ্ধের উসকানি হিসেবে বিবেচিত হবে।

এছাড়া ভারতের সঙ্গে ওয়াগাহ সীমান্ত বন্ধ, ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।

/এটিএম

Exit mobile version