Site icon Jamuna Television

ইসলাম বিদ্বেষী যেকোনও প্রস্তাব বাতিলের দাবি খেলাফত মজলিসের

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলসহ ইসলাম বিদ্বেষী যেকোন প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জু’মা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস।

দলটির আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি সমূহ ইসলামবিদ্বেষী। তাই কমিশনের প্রতিবেদনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এছাড়া ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়া হবে। পরে দলটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

/এমএইচ

Exit mobile version