Site icon Jamuna Television

নাগরিক সমস্যা জানতে ঢাকা উত্তরের প্রতি ওয়ার্ডে গণশুনানি

নাগরিক সমস্যা জানতে প্রতিটি ওয়ার্ডে গণশুনানি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বেরাইদ এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এজাজ বলেন, উত্তরের ১৮টি ওয়ার্ডে সমস্যা বেশি। রাস্তায় এখনও হাটু পানি; বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। এসব ওয়ার্ডে শুধু হোল্ডিং ট্যাক্স নেয়া হচ্ছে।

তিনি জানান, সিটি করপোরেশনের যে রাস্তাগুলো করার প্ল্যান আছে, সেগুলোয় যদি এলাকাবাসী লাভবান হয় তাহলে করা হবে। বেরাইদ এলাকায় ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। যেসব ঠিকাদার কাজে অনিয়ম করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এমএইচ

Exit mobile version