Site icon Jamuna Television

অপ্রতিরোধ্য বরবাদ, পিছিয়ে নেই দাগি ও জংলি

এবারের ঈদে মুক্তি পায় হাফ ডজন ছবি। বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বিন ৩ এবং ‘অন্তরাত্মা’ ছবিগুলোর মধ্যে চারটি ছবি এখনও মেরিটের জোরে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে এখনও দর্শক ধরে রেখেছে। দুটি ছবি ইতোমধ্যে মুখ থুবড়ে পড়েছে।

ঈদের ছবি মুক্তির চতুর্থ সপ্তাহ পড়বে শুক্রবার থেকে। ছয় ছবির মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ এবং ‘জংলি’ এই তিনটি ছবি আলোচনা তৈরি করেছে।

সারাদেশে সবচেয়ে বেশি হাইপ তৈরি করে রেকর্ড পরিমাণে ব্যবসা করেছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। শুরু থেকে অপ্রতিরোধ্যভাবে চলছে এটি।

চতুর্থ সপ্তাহে এসেও শুক্রবার থেকে সিনেপ্লেক্সে ৭টি ব্রাঞ্চে বরবাদের ৩৯টি শো চলবে, যা তৃতীয় সপ্তাহে ছিল ৩৫টি। অন্যদিকে, সিনেপ্লেক্সের ছয়টি ব্রাঞ্চে আফরান নিশো অভিনীত ‘দাগি’কে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এলো সিয়ামের ‘জংলি’।

দাগির ২৬টি শো থেকে চতুর্থ সপ্তাহে পাচ্ছে ১৮টি এবং জংলি ২০টি শো থেকে বেড়ে হতে যাচ্ছে ২৩টি শো। আরেক ছবি চক্কর-এর ৩ ব্রাঞ্চে ৪টি শো ছিল, যা এবার থাকছে ২ ব্রাঞ্চে ৪টি শো।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শক চাহিদার ওপর নির্ভর করে তারা সিনেমাগুলোর শো দিয়ে থাকেন। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ঈদের তৃতীয় সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত এসব ছবি দেখার জন্য হলে ভিড় করছেন দর্শকরা। এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় দর্শকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্যণীয়।

এদিকে, চতুর্থ সপ্তাহে এসেও ‘বরবাদ’ ঢাকার অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স লায়নে দর্শক চাহিদায় দৈনিক ৭ টি শো পেয়েছে। অন্যদিকে, সিয়ামের জংলি পেয়েছে ৩টি শো এবং আফরান নিশো দাগি পেয়েছে ২টি শো।

ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ কোন ছবি কয়টি সেটি প্রকাশ করেনি। মুঠোফোনে মার্কেটিং ম্যানেজার মাহবুবর রহমান জানায়, বরবাদ দর্শক ধরে রেখেছে। এরপর দাগির চেয়ে জংলি তুলনামূলক ভালো যাচ্ছে। আগে যতগুলো শো ছিল এবং মিড নাইট শো ছিল, সেগুলো থেকে দু-একটি করে শো সব ছবি থেকে কমবে।

দেশের সিনেমা হল মালিক সমিতি বলছে, এবার ঈদের ছবিগুলোর মধ্যে সারাদেশে অপ্রতিরোধ্য ব্যবসা দিয়েছে ‘বরবাদ’। এছাড়া জংলি ও দাগি দর্শক দেখছে। খুব বেশি সিঙ্গেল স্ক্রিন না পাওয়ায় দ্বিতীয় অবস্থানে কে সেটি জানতে হলে আগামী কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বরবাদ, জংলি এবং দাগি এই তিনটি ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ফিরে আগামী ঈদুল আজহা পর্যন্ত চলবে।

এদিকে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ বর্তমানে আমেরিকা, যুক্তরাষ্ট্র ও ইতালিতে চলছে। সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে লস এঞ্জেলস, ওয়াশিংটন, ফ্লোরিডাতে দর্শক চাপে নতুন করে প্রদর্শিত হচ্ছে।

প্রবাসীরা লুফে নিয়েছে শাকিব অভিনীত এই ছবি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে। ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’ চলবে মালয়েশিয়াতে।

অন্যদিকে, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ইতোমধ্যে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়াতে, যা প্রশংসা অর্জন করেছে। এবার মুক্তি পেতে যাচ্ছে আমেরিকার পনের শহরে। পাশাপাশি এম রাহিম পরিচালিত সিয়ামের ‘জংলি’ ২৫ এপ্রিল থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের ৪০টি শহরে মুক্তি পেতে চলছে।

/এটিএম

Exit mobile version