Site icon Jamuna Television

ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি

তামিম, রিয়াদসহ অন্যান্য ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ১ বছর পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তৃতীয়বারের মতো মোহামেডান অধিনায়কের শাস্তি বদলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি সূত্রে জানা গেছে, তাওহীদ হৃদয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পরের আসরের প্রথম ম্যাচে তার বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন। তার মানে অবশিষ্ট শাস্তি পিছিয়ে গেছে এক বছর।

বিসিবির এই সিদ্ধান্তের পর এবারের সুপার লিগে মোহামেডানের হয়ে বাকি দুই ম্যাচ খেলতে এই ক্রিকেটারের আর কোনো বাধা নেই।

বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিসিবি সভাপতির ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটাররা। যেখানে মূল আলোচনায় ছিল তাওহীদ হৃদয়ের শাস্তির বিষয়টি।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ এবং পরে গণমাধ্যমে সমালোচনা করে ঢাকা প্রিমিয়ার লিগে দুই ম্যাচে নিষিদ্ধ হন তাওহীদ হৃদয়। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ক্রিকেটারকে আইন ভঙ্গ করে এক ম্যাচ পরই খেলার সুযোগ দেয় বিসিবি। এই ঘটনায় তোলপাড় হওয়ার পর এবার হৃদয়কে নতুন করে এক ম্যাচ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিসিবি তৃতীয়বারের মতো সিদ্ধান্ত বদলানোয় তা কর্যকর হচ্ছে না এখনই, যার ফলে আগামীকাল শনিবার মোহামেডানের হয়ে খেলতে পারবেন তাওহীদ হৃদয়।

এদিকে, বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ শেষে মিরপুরে তামিম ইকবাল সাংবাদিকদের বলেছেন, তাওহীদ হৃদয়কে প্রথমে দুইটা ম্যাচের জন্য যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো খেলোয়াড় এটা নিয়ে কথা বলে নাই। কিন্তু গতকাল আবার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা কোন নিয়মে হয়েছে, তা আমি জানি না। বিষয়টা খুবই হাস্যকর, এটা কোনোভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।

/এমএন

Exit mobile version