Site icon Jamuna Television

স্থায়ী সালিশি আদালতের সদস্য হলেন মইনুল ইসলাম চৌধুরী

পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) বা স্থায়ী সালিশি আদালতের সদস্য বা বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

তিনি এখন গুম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পিসিএ’র দেয়া চিঠি।

মইনুল ইসলাম চৌধুরীকে নিয়োগের বিষয়টি জানিয়ে গত ২৩ এপ্রিল সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিসিএ বা স্থায়ী সালিশি আদালত সাধারণ বিচারিক আদালতের মতো নয়। মূলত বিভিন্ন আন্তর্জাতিক সালিশে প্রশাসনিক সহায়তা প্রদান করে সংস্থাটি।

/এমএন

Exit mobile version