Site icon Jamuna Television

আওয়ামী লীগের ইশতেহারে যা যা রয়েছে

আমার গ্রাম -আমার শহর, তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি এই প্রধান দুটি অঙ্গিকারকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রাজধানী হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধি দিবো। এমন ইশতেহার দেওয়া হয়েছে যা বাস্তবায়নযোগ্য। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এবারের অঙ্গীকার, টেকসই বিনিয়োগ ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবো।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল-ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে ভুল-ভ্রান্তি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য দেশবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর ভবিষ্যত নির্মাণ করবো। জাতির পিতার কাঙ্খিত ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলব। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এসময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর।

আওয়ামী লীগের ইশতেহার: 

আমার গ্রাম আমার শহরঃ প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ

নির্বাচিত হলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায় দন করা হবে। শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা/উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। কর্মসংস্থানের জন্য জেলা/উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে।

 তরুণ যুবসমাজঃ তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি

আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসৃজনের লক্ষে উদ্যোগ নেওয়া হবে। প্রতি উপজেলা থেকে প্রতি বছর ১ হাজার যুব/যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি যুবশক্তি। কর্মসংস্থানের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত ন্যাশনাল সার্ভিস প্রসারিত করা হবে। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকক এর মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে ঋণের সুবিধা আরও বিস্তৃত করা হবে।

Exit mobile version