Site icon Jamuna Television

রোমে ‘বাংলাদেশ হাউস’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে বর্তমানে ইতালিতে রয়েছেন ড. ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। পরিদর্শনকালে অধ্যাপক ইউনূস সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, দুপুরে রোমে পৌঁছালে ড. ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

উল্লেখ্য, আর্থনা সম্মেলনে যোগ দিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। চার দিনের সফর শেষে শুক্রবার ইতালির রোমে পৌঁছান সরকারপ্রধান। সেখানে আজ শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার যোগদানের কথা রয়েছে।

/এমএইচআর

Exit mobile version