আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাসেদুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ার পথে একটি ট্রাক্টর আটক করে প্রশাসন। পরে ট্রাক্টরের মালিক আনিছুর রহমানকে (৩১) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে বিকাল সাড়ে ৪টায় উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামের মজিবুর রহমানকে (৫০) এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এর আগে শুক্রবার রাতে উপজেলার টানমাইন্দাইল থেকে মাটি কাটার সময় মজিবুর রহমানের একটি ভেকু আটক করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাসেদুল ইসলাম জানান, কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। মাটি কাটার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানিয়েছেন।
/এমএইচ
Leave a reply