Site icon Jamuna Television

৪৬ তম বিসিএসে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কারসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ

৪৬ তম বিসিএসে প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বহিষ্কার, পিএসসির সংস্কারসহ ৮ দফা দাবিতে চলমান আন্দোলনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারিরা। শনিবার (২৬ এপ্রিল) দাবি আদায়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছে ৫ বিসিএসের চাকরি প্রার্থীরা।

রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ না দেয়া, ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ, ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা, প্রশ্নফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, জট নিরসন, পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবি জানান আন্দোলকারীরা।

এছাড়া খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসিয়ে খাতা দেখার ব্যবস্থা করা ও দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করারও দাবি তাদের।

দাবির সাথে একমত পোষণ করে বিক্ষোভে অংশগ্রহণ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আন্দোলনকারিদের দাবি যৌক্তিক মন্তব্য করে মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

/এএস

Exit mobile version